হে প্রিয়ে,
আজ তোমার হাতের কাঁকনজোড়া
মনের ঘরে কৃষ্ণচুড়া, চুরমার করছে তাল।
বাঁকাচোখের চাহনি তোমার,
রঙিন ঠোঁটের লালচে বাহার
আমায় করছে বেসামাল।
হে প্রিয়ে,
শিশির ঝরে ভোরের আলোয়,
নূপুরপরা আলতা পায়ে, কপালে লাল টিপ,
শাড়ির আঁচল নীল আকাশে,
বেসে বেড়াই মৃদু বাতাসে
অবাক দু'টি দীপ।
হে প্রিয়ে,
তোমার অধর যেন আসমানখনি
কালোচুলে দোলাবেণী, লালচে হাসির মুখ,
কন্ঠ যেন ময়না,টিয়ের হাসি মুখে গোলাপী মেয়ে
পাই সোনালী মনের সুখ।
রচনাকাল
২৬।০২। ২০১৬
ইউ এ ই