আমি আজ ঐ উত্তাল সমুদ্রফেনা ভেসে যাচ্ছি,
লোনাধরা স্রোতের ঢেউয়ানো,
কষ্টের জলরাশি চেপে এক নাবিক হয়ে
জীবনের ময়দানে,খাতার পাতায়।

হে প্রভু যে তোমায় ভজে
মনে প্রাণে তোমায় মজে,
তাহলে তার প্রাপ্তি কেন ধুয়াশা মাখা অন্ধকারে?
আমি না হয় অধম,কিন্তু জননী আমার,সে তো তোমার দাসী,
তা হলে আজ কেন সে জীবনের অন্ধকারে বাকহীন?

প্রশ্ন'টা আমার, তোমার প্রতি প্রভু
তুমি মাতার পাপের বোঝা কমিয়ে ক্ষমার চোখে,উত্তর দিও।
আমি অপেক্ষায় থাকলাম,এক বুক আশা নিয়ে,
জননীর নিরন্তর অশ্রুপাত,আমার নরকের যন্ত্রণা,হে জগতকর্তা
ক্ষমাবান তুমি,মহৎপ্রাণ তুমি,জননী কে রোগমুক্তি দাও হে প্রভু।

যখন ঐ আকাশদেবতা আলো ছড়ায়,সে আলোর আভায়,
উন্মুখ আমি, এই বুঝি মা আমায় ডাকলেন
আমার নাম ধরে,মমতার সুরে সুরেশ্বরীএখনো আশায় আছি,
বুকে সাহস রেখে,মাগো তুমি সুস্থ হয়ে উঠবে,
এই আমার বিশ্বাস প্রভু তোমার প্রতি।


রচনাকাল
১৮।০১।২০১৬
বাংলাদেশ