আমি হতবাক চেয়ে থাকি
তোমার এলোকেশী কালো চুল,
যেন ঐ আকাশের কালো মেঘ
আমি যতন করিয়া দেখি।

আমি হতবাক চেয়ে থাকি,
তোমার কপালের লাল টিপ
যেন ঐ আকাশের দীপশিখা
আমি পরান ভরিয়া দেখি।

আমি হতবাক চেয়ে থাকি
তোমার মায়াবী দুটি চোখ,
যেন ঐ আকাশে ধ্রুবতারা
আমি মনের মতন দেখি।

আমি হতবাক চেয়ে থাকি
তোমার লালাচে ঐ বদন
যেন ঐ আকাশের রঙধনু
আমি পরান ভরিয়া দেখি।

রচনাকাল
২০।১২।২০১৫
ইউ এ ই।