আমি তারে বলি,সামনে স্বর্গগামী সিঁড়ি
অন্ধকারের মুখে, ঢেকো না তোমায়,
যেমনি তুমি এসেছিলে
জানি সে ভাবে যাবে চলে,
ছেড়ে নশ্বর এই দেহতরী ।
আমি তারে বলি,সামনে আলপনার তুলি
অকারনে অন্যায়,ক্ষতি করো না কারো,
যদি করো তুমি ফাঁদ
একদিন কাঁদিবে রাত,
তা'যে সংসারের বাস্তব নিয়তির বুলি।
আমি তারে বলি, চল এক সাথে চলি,
অন্ধকারে জলের কোলাহলে ভেসো না,
আঁধারে ভাসাবে তোমায়,
জীবন যাপনের মোহনায়,
নিজেকে নিও না ঐ অন্ধকারের গলি।
আমি তারে বলি, বনের সুবাসিত অলি,
যখন মেলে পাখা, সুগন্ধতে চারিদিক,
তেমনি তোমার সুবাস
ভেসে যাবে পোকাস
চিৎকার করে বলতে হবে না,টিয়ের বুলি।
রচনাকাল
০২।১২।২০১৫
ইউ এ ই