এই ভুবন অপরূপ সে তো,বিধাতার  দান,
আসা যাওয়ার খেলাঘরে,সত্য মৃত্যুর দ্বারে
          জগতের সৃষ্টিরা,ভাবো  বর্তমান ।  

আজি এক মুঠো সুখ,সে তো লালসার ঘ্রাণ,
মন আকাশে শত তারা, অনন্ত মরণ  স্বয়ংবরা,
          সত্যের শরণার্থী,রাখো মানব মান।

সুখ ক্ষণিকের,কর্ম বহুদিনের,ছড়াবে সুবাস,
সকালে যেমন সূর্য হাসে,সন্ধ্যায় আঁধারে ভাসে,  
            ছড়িয়ে দাও নক্ষত্রের কিরণনিবাস ।

দেহ নিথর হয়,আত্নার নব নির্মিত কয়,পরিবর্তন
করো না ছল,মনে রেখ বল,মৃত্যুতে দেহ বদল,
                  সৎ গুণ করো  হৃদয়ে স্থাপন ।  

রচনাকাল
২৬।১১।২০১৫
ইউ এ ই