মরুতৃষা লয়ে,আজ নিদারুণ খরা,সমীরণ বড় ভারি
দাব দাহে আজ সিক্ত এই মন,তাপ বেদনা অশ্রুবারি ।
ব্যাকুলতা আজ মন গ্রহে, পীড়ন দেয় অনিবার,
দাউ,দাউ অগ্নির তপ্ত শিখা,জ্বালিয়ে দিল জীব্ন পারাবার ।

ভেঙে দিলে স্বপ্ন পাখা,যেথায় উড়তাম প্রতি পলে,
ভাঙনে,ভেঙে নিলে স্বপ্ন কুটির, কেঁদে মরি আঁখি জলে।
মন গগণ আজ বালু তাপে খরা,আঁধার বিবর-পুরে ,
কালো মেঘ আজ জমাট বেঁধেছে মনে গুরি গুরি মেঘ উড়ে।

অচেনা হল যত সুনির্মল বাতাস,পাল তোলা মাঝির পাড়ি,
মাঝ দরিয়ার ঢেউ এর আঘাতে ক্লান্ত,কষ্ট যে সারি সারি।
অব্সান হবে কবে শস্য মাঠে, প্রাণে,করিবে সুশ্যামল,
আশার বাজারে ফোটবে ফুল,সোনালি স্বপ্নের ছায়াতল।

রচনাকাল
১৪।১১।২০১৫
ইউ এ ই।