অশ্রু জলে শব্দের পিপাসা মিটায়,কলমের কালিতে,
কবিতার শিরায়,অণুচক্রিকা খুঁজি শব্দের বাড়ীতে ।
মায়ের কোলে সন্তানের বসবাস,নির্ভয়ে,চঞ্চল, উদ্যম,
কবির কলমে শক্ত সিন্ধু জোয়ারে কবিতার ধরাধাম।
হন হন করে কবিতার শিহরণে,কবিতা নেশায় শিহরিত রাত্রি,
ঝিম্ঝিমে আঁখি মুছে গহীন নিশি দ্বিপ্রহরে,শব্দ আহরণে প্রীতি।
স্বপ্নীল কোন রাজ্যে থেকে,কবিতার কাহিনী খুঁজি,এক মনে এক ধ্যানে,
কবিতার ভাষার ইমারত গড়বো,নীরব চিত্তে ক্ষুধা মিটাবো প্রাণে।
নবীন উষার আগমনে,এই ভুবন ধরায়,ঝলমলে আলোকিত,
অচিন কোন মন রাজ্যে থেকে কবিতা প্রসবে,কবি-মন শিহরণে উত্তেজিত।
তপ্ত দীপ্ত নেশায় চিত্ত নাচে,কবিতার প্রেমে কবিতার রাগিনী
গীতঝংকারে বীণাযন্ত্র বাজে,মায়াবিনী কবিতা কাব্যের কাহিনী।
রচনাকাল
০৫।১১।২০১৫
ইউ এ ই ।