হৃৎযন্ত্র যেন আজ তেড়ে বসেছে
তোমার নিসহ্ট ব্যগ্র গাত্রোত্থানে,
অঙ্গার বিস্ফোরণে ভস্মিভুত, অতর্কিতে
যেন অগ্নি অগ্ন্যুৎপাত হানে ।

সখী তোমার এই অবাক আস্ফালন,
কাঁপে মন, চোখে মুখে যেন চিহ্নিত মরণ,
দাবদাহে বিপর্যস্ত ,কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ
তোমার এই নিদারুন অবহেলায় মন।

অদৃষ্টে কেন অমন কালো কালীর লিখন
যা কালীমায় লেপা বিরাণ ভূমি
আঁধারে ছেয়ে গেছে গুপ্ত যত স্বপ্ন
র্ভৎসনা করেছি, নিজে কে আমি ।

তবু ও সখা উর্বর হোক তোমার জীবন
চলন,বলন, গড়ন ,নব কেতনের অন্তরায়,
নিজে কে আমি সামলে নিবো
বিস্তীর্ণ প্রান্তরে ,অচিন কষ্টের আস্তানায় ।

রচনা
১৯।১০। ২০১৫
ইউ এ ই