শীতের সূর্য রোদ্দুরের তৃষ্ণায় ভাসাতে চায় এই মন
হিমশীতল পরশ,স্যাঁতসেঁতে তরস,উন্মুখ যখন তখন।
নীল আঁচলের সুতার জালে অঙ্গখানি আবরণ নিরন্তর,
তবু ও ভেদ করে উত্তপ্ততা,গ্রাস করে দেহে,আমার অন্তর।
উত্তাপে পুড়ায় আমার পশম, চঞ্চল রোমাঞ্চকর এই রনে,
লাজের বাঁধনে বেঁধে রাখা বসন,লজ্জায় মরি!কি করে খুলি প্রাণে।
বাঁকা চাঁদের মত বাঁকিয়ে নাও হে সূর্য,তোমার তীক্ষ্ণ চাউনি,
জ্বলন্ত অগ্নিপিন্ডে দহন করো না আমায়,কোমল দেহের ব্রাউনি।
ভাঙা মনের কুঁড়ে ঘরে,বিমূঢ় আমি,পরে আছি অসহায় মহীরুহ,
তোমার ঐশ্বর্য আলোতে অট্টালিকায় হাস তুমি,জ্বালিয়ে এই দেহ।
তোমার কীর্তির মহিমা জানে এ ধরনী তলে বিশ্বজগৎবাসী ,
হেসো না তুমি আড়াল থেকে আমায় দেখে,আঁখির রূপের শশী।
রচনাকাল
১৭।১০।২০১৫
ইউ এ ই