ছুঁয়ে যায় পবন বেহায়া স্রোতে
শিরি শিরি ঝিরি ঝিরি প্রাতে
লজ্জায় মুখ লুকায় হস্তের পশম
নুয়ে যেন যায় তাতে ।

শিশির গুলো যেন ঝরছে ঘেঁষে
বৃষ্টি জল রুপে ,
সূর্যি মামা তেজে উঠেছে
এই ভুবন  স্বরূপে।

বাগিচায় আজ ফুটেছে ফুল
গোলাপ ,বেলি ,শিমুল ,টগর
রজনী ফুলের মৌ মৌ গন্ধে
সুখের  উষ্ণতা করছে তুখর ।

গুপ্ত সুখের অন্বেষণে
সদা ব্যস্ত সবি
ক্লান্ত হয়ে ঘরে ফেরে
সব আলো হারিয়ে রবি ।

রচনাকাল
১২।১০।২০১৫
ইউ এ ই