বনের বানর নাচছে দেখে,
হাতির মনে সখ,
লেজ উঠিয়ে সূর তুলিয়ে
হবে সে রক।
দুষ্ট বানর বেজায় পাঁজি
অঙ্গ ভেঙ্গে নাচে,
হাতির নাচন দেখরে ওরে
কেমন সে কাজে।
চালাক বানর দুলে নাচে
পা তুলেছে গাছে,
বোকা হাতি তা করছে
কোমড় ভাঙা লাজে।
দুষ্ট বানর হেসে বলে
একি করলে ভাই?
খেয়ে খেয়ে গতর করেছ
মাথায় বুদ্ধি নাই?
রচনাকাল
০৯।১০।২০১৫
ইউ এ ই