কাটুন নাচে,কথার তালে,
  রশি বাঁধা বুড়ো,
রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে
বিয়ে পাগল খুড়ো।  

বুড়ো বলে ওরে খোকা
  করছিস কেন তাল,
খুড়ো আজ শুনতে নারাজ
   কথার গোলমাল।

বুড়ো দাদু রেগে গিয়ে,
  রশি দিলো ছেড়ে,
কাটুন খুড়ো পড়ে গেল
   হাঁটছে লাঠি ধরে।

রচনাকাল
০৭.১০.২০১৫
ইউ  এ ই।