রাঙা বউ এর আগুন চোখে স্বপ্নের বসবাস,
অমৃতসমান সংসার বানাবে পুনর্বার উচ্চারিত মন আজ।
পতি হবে,গৌড়ানন্দ গম্ভীর পুণ্যবান,
স্ত্রীস্বরূপে সম্বর্তন করবে আঠারো এর যৌবন।

স্বপ্নমঙ্গলে রাঙা বউ রাঙা  স্বপ্নে বিভোর,
বাসর ঘরে আবিস্কার হলো স্বপ্ন ভেঙ্গে নেশাযুক্ত বর ।
সর্বভ্রম গগণ ফাঁটল রাঙা বউ এর মস্তকে
শুন্য আকাশে কালোমেঘের জাজ্বল্যমান
গ্রাস করলো,বিষাদ মাখা অন্তরে ।

বিষম বিস্ময়ে বিস্মিত রাঙা বউ
অস্তিত্ব হীন ক্ষীণখর্ব দেহ,
এক নিমিষে উলটপালট
মন প্রাসাদ বুঝতে পারছে না কেহ।

স্বপ্ন গুলি আজ ভেজা বালি,
ভাষাহীন আশার স্তুপ,
কষ্টের ব্যাকরণ আজ ছন্ন ছাড়া
অনুস্বর-বিসর্গের মুখ।


রচনাকাল
২৯।০৯।২০১৫
ইউ এ ই