শুকপাখি তুই আয়রে আয়
  আজ পুতুলের বিয়ে,
বর আসবে   একটু পরে
   টুপি মাথায় দিয়ে।

গাইতে গান রাখবি মান
    মধুর সুরে সুরে,
চম্পাকলি জুই চামেলি
   মধুর সুখীপুরে।

সাজিয়ে দে পুতলীটারে
    মনের মত তারে
বিয়ের গানে বাজনা বাজে
    তাকধুম ধুম করে।

রচনাকাল
২৬।৯।২০১৫
ইউ এ ই