ওরে তোরা কে যাবি'রে
দেখবি তোরা আয়,
হরিণ তাকায় বানর বেশে
এখন কি উপায়?
দুষ্ট বানর স্বভাব যেন,
হরিণ মায়াবী,
দূর্বা ঘাস খাচ্ছে আজ
অবাক করবী।
হরিণ উঠলো গাছের ডালে
দেখ কি কান্ড,
শিকারী আজ শিকার করে
বান'রের দণ্ড।
বোকার হদ্দ বানর আজ
দিলো তার মান,
তার রূপেতে দারুণ খরা,
ছলনায় গেল প্রাণ।
রচনাকাল
২৫।০৯।২০১৫
ইউ এ ই