শৈশব ধূলায় গড়াগড়ি
মন খেয়ালের ছড়াছড়ি,
দুরন্তপনা ধরাধরি
সব যেন বাড়াবাড়ি।
ক্রিকেট,বল,ডাঙ্গুলি
খেলে কাটে দিনগুলি,
শিল্পীর কাজ রংতুলি।
লম্ফ দিয়ে ঝম্প মারি
পানির উপর হাল ধরি,
দিনের শেষে জ্বরে মরি
মায়ের বুকে আহাজারি।
রচনাকাল
২৩।০৯।২০১৫
ইউ এ ই