আকাশ ভেঙে জল পড়ছে
ভূমি পেলো প্রাণ,
পুস্প কানন খোঁপা ফুলে
মৌ মৌ সু-ঘ্রাণ।
ভেজা চুলে দুষ্ট মেয়ে
ফুল করছে চুরি,
দুষ্ট ছেলে হেসে মাতাল
অবাক বালিকা নুরী।
তাল পড়লো ধপাস করে
ছেলেরা গেলো ছুটে,
মিষ্টি মেয়ে কান্দে বসে
ফুলের ঝুড়ি টুটে।
রচনাকাল
২২।৯।২০১৫
ইউ এ ই