চাঁদে গিয়ে দীপ জ্বালিয়ে
চরকা বুড়ির কান্ড,
সাদা পরীর দল এসেছে
ভরলো বুড়ির ভান্ড ।
সবজী চাউল সঙ্গে নিল
বনভোজনের কল্পে,
সূর্য তারার বিশাল খিদে
মিটবেনা তো অল্পে ।
রাঁধলো বুড়ি জাদু হাতে
সাধের মুড়িঘন্ট,
কুকুর এসে সব খেয়েছে
হিসাব হলো পন্ড।
রচনাকাল
২১।৯।২০১৫
ইউ এ ই