আম পেকেছে আম পেকেছে
খাবি কি তোরা আয়,
গাছের নিচে ঝিল রয়েছে
এখন কি উপায়?
সুরুজ আলোয় লাগছে ভালো
সিঁদুর পাকা আম,
আমি উঠি ঐ মগঢালে'তে
তোরা জলে নাম।
ভেংচি কাটে জলের ভয়ে
যদি হাবুডুবু খাই,
মগডালেতে উঠে খোকা
বলে ইশারায়।
ছোটন নামে ঝিলের বুকে
অতি সাহস করে,
পানি খেয়ে পেট ভরেছে
নি:শ্বাস গেল মরে।
রচনাকাল
১৯।০৯।২০১৫
ইউ এ ই