ধীতাং ধীতাং অর্ঘ্য নাচে
গামছা মাথায় বেঁধে,
কোমড় নাচায় ঝুমকা তালে
মা নুডুলস আনলো রেঁধে ।
নুডুল'স খেয়ে নাচের মাত্রা
আরো গেলো বেড়ে ,
সহপাঠিরা চেয়ে আছে
কি ভাবে সে ঘুরে।
তাল লয় ঠিক রেখেছে
তবলা জুরীর তালে,
সবায় দেখে উচ্ছ্বাসিত
সে ঘামছে শরীর জলে।
রচনাকাল
১৮।০৯।২০১৫
ইউ এ ই