টিয়ে পাখি উড়ে এলো
আজ ময়না পাখির বিয়ে,
মনের সুরে গাইলো গান
লাল ঠোঁট দিয়ে ।
ময়ূর এলো পেখম মেলে
তার বাহারি শাড়ির রঙ ,
কোকিল,শালিক পাশে বসলো
তারা করছে কত ঢং ।
পায়রা এসে গীত ধরেছে,
বাক বাকুম বাকুম করে ,
ময়না যাবে শ্বশুর বাড়ি
খাঁচার পালকি ধরে।
কাকের ভয়ে পায়রার মনে
আজ উতাল পাতাল ঢেউ,
ছোট্ট ছানা বাসায় রেখেছে
পাহারায় নেই কেউ।
আকাশ থেকে দেখছে চিল
আহা!! কত রকমারি খাবার,
ছোঁ মেরে বর,কনে উঠিয়ে নিল
ভাঙলো নতুন সংসার।
রচনাকাল
১৭।০৯।২০১৫
ইউ এ ই