উড়ো মেঘ,যতই তুমি বিলীন হয়ে যাও অচেনায়,অজানায়,
ঠিকই আমি খুঁজে নিবো আমার ভালোবাসা দিয়ে,
জীবনের মনচিত্রে,মমতার আঁচলে আদরে সোহাগে ।

কালো জোছনা ভরা রাত,যতই যাও তুমি ঢের নিশির গহীনে,
ঠিকই আমি অপেক্ষায় থাকবো,শত এমন রাতের আশাই ,
আমার প্রিয় আসবে বলে,ভালোবাসবে বলে নিরালায়।

রংধনু মেঘ,যতই তুমি অঝরে  ঝরাও শত কান্নার ঢল,
ঠিকই আমি নিজেকে সংবরণ করে রাখবো আমার বিশ্বাসে,
সে আসবে,কাছে ডাকবে,অনুভবে ভাসাবে সুখের সমুদ্রে ।

উত্তাল স্রোত তুমি যতই ছুটে যাও,মহাসাগরের টানে তার বুকে,
তোমাকে ফিরে আসতেই হবে আমার ভালোবাসার প্রাণে,
অন্তরের কোণে একান্তে তোমায় রেখেছি বলে ।

প্রাণের সাহিত্য,কাব্য,যতই যাও তুমি অন্য কবিদের মেধার অন্তরালে
ঠিকই আমি আহরণ করে নিবো,তাঁদের কলম থেকে ঝরা অগ্নি থেকে,
সেই অনলে পুড়াবো নিজেকে ভালোবাসার কাব্যতত্ত্বে।


রচনাকাল
১৫.০৯.২০১৫
ইউ এ ই