প্রাণপণে চাই, জীবন ভ'রে,অকাতরে,বহু বাসনা,
ছবি সাঁজাবো তোমার, এই রঙ্গিন মনে,
এক মুঠো সুখ,এক পেয়ালা আশা
তোমারই সঙ্গোপনে,কোন এক জোছনা ।
অঙ্গের বাঁধনে বাঁধবো তোমায়
ক্ষণে ক্ষণে,আকস্মিক চেতনায়,
নিবিড়তায় ডুবিয়ে দিবো চঞ্চল,
এই স্পর্শ,মাঘের হিম ভালোবাসায় ।
সুপ্ত আছে যত বীজ মাটির তলায়
কুড়িয়ে নিবে তুমি নিশিতে,
দারুণ স্পর্শ, এবং চৈত্রের তাপে
শ্রাবণের বৃষ্টিধারা ঝড়বে
অবিরত অভিসারে ।
অদৃশ্য হল আজ স্বপ্ন যত,ভিড়লো
কষ্টের বাগিচায়,কলি থেকে ফুল
ফোটার আগেই আশা গুলো জমাট বাঁধলো
হাহাকারে,মরিচিকায় ।
রচনাকাল
১৪।০৯।২০১৫
ইউ এ ই