পাখির গানে ফুলের গন্ধে
অরুণ আলোয় রবি,
ছটাং আলোয় রূপ মেখেছে
ঝলমল করছে সবি।।
বাসন্তী রঙ্গের শাড়ি'র শোভায়
আঁচল রেখেছি ধরি,
মধুর ক্ষণের প্রভাত আলোয়
চকমক করছে দেহ তরী ।
আকাশ ভরা তারায়,তারায়
সু-শ্রী চাঁদের বাস,
তোমার দেহের সুবাস মাতায়
উতলায় বার মাস ।
নিঝুম রাতের আশিস-পরশ
ভাসায় সাগর তীরে,
জীবনপূর্ণ স্নেহসুধা পুরবীরাগিণী
ভালোবাসার নীড়ে ।
রচনাকাল
১২।০৯।২০১৫
ইউ এ ই