নয়নের ধারা আজ বহে নিরবধি
লোনা লোনা জল টপ টপ সারি সারি
কি করে দিবো আমি ঐ  ভাঙা  মন তরী পাড়ি!!

ঢেউ-ই ,ঢেউ-ই স্রোতের আঘাতে  ভাঙছে
আঁখির দু"তীর ,ছোট ছোট জল কনা বাস্প হয়ে
আশা সব আজ ফেঁটে চৌচির ।

সুরমা মাখা আঁখির আঙ্গিনায় স্বপ্ন খেলতো কত খেলা
অচেনা বাস্প উড়িয়ে নিলো,জীব্ন মানচিত্রের যত মেলা ।

সারি সারি থাকা ভ্রমর গুলি আজ হয়ে গেছে এলোমেলো
জৌঁলস নেই ,নেশা নেই,কি জানি কী সখা করে গেলো ।

রঙ্গিন স্বপ্ন আজ ছেঁয়ে গেছে আঁধারে অমবস্যার কালীমায়
শুকিয়ে কাঠ,আঁখির মাঠ, নীল বেদনার উছলায়।

রচনাকাল
১০.০৯। ২০১৫
ইউ এ ই