শ্বাপদচক্ষু নিঃস্পন্দ আঁধারে
অবিরাম জ্বলে দিবা নিশি
হারানো পিছু ,কিছু স্মৃতি,
কল্পনার অদৃশ্য জোয়ারে ভাসমান
সখা ,তোমার বিয়োগে ।
খা খা যৌবন অস্থির প্রেম পিপাসা
আজ ক্ষুৎপিপাসায় জরাগ্রস্ত ,
হৃদপিণ্ডের হাহাকার, জর্জর
কষ্টের গর্জনে এই মনের
দারুন বিলাপ ।
আজ অশ্রুহীন আঁখি যুগল মাঠ
মুমূর্ষু ,তৃষাতুরা, জল হীন,
স্রোত ধারা হীন ,যেন
ধূসর শুভ্র মরুভুমি।
লেলিহ জিহ্ব যেন শুকনো বিরাণ ,
ধোঁয়ায়, ধোঁয়ায়,শুভ্রতায় ,
নিঃশ্বাস,যেন আগ্নেয়গিরি ,সখা
তোমায় হারানোর যন্ত্রনায় ।
তোমার উষ্ণ প্রেমের মাঝে
খরতপ্ত তেজে,আচমকায় আমি
হয়ে গেলাম নির্বাপিত ,
ভালোবাসার শৃঙ্খল যেন
ধুয়ে গেছে ,মন্দাকিনী স্রোত,
আমি হয়ে গেছি নিঃস্ব ।
রচনাকাল
০৯।০৯।২০১৫
ইউ এ ই