মনের নুড়িতে বাঁধবো পর্ণকুটির স্বপ্ন ছিলো আঁখিপাতে,
ক্ষুধিত বাসনার  প্লাবন স্রোতে দুর্বিপাকে সিক্ত আজ মন সীমানাতে।
হিংস্র নিবিড় কষ্টের ছোঁয়ায় ক্ষয়ে ক্ষয়ে যায় মন বন্দর,
সুরেলা সুরে বাজে না মন বাঁশি,ভগ্ননীড় যেন এই অন্তর।

দাবানলে জ্বলে দাউ দাউ করে সূর্য,দিগন্তব্যাপী অনিবার,
সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে ও যেন পুড়ে ছাই জীবন পারাবার।
ধূ-ধূ করে আজ মনের বাগিচা কষ্টের তাপে শোকাতুরা,
বিভীষিকাময় ধমনীর প্রলাপ,মন যেন পাগলপারা ।

নিষ্ঠুর সান্ত্বনা খুঁজি  আকাশের পানে অবরুদ্ধ এই প্রাণে,
পিছু শিহরণ করে উচাটন,যেন ক্রূর হাসে ক্ষণে ক্ষণে ।  
ভালোবাসার স্বরলিপি তুমি শিখিয়েছিলে আমায়,
মনের হারমোনিয়ামের প্রতি ঘাটে,
জানি না কোন অচেনা সুরের ঝলকানিতে আমায়  ছেড়ে গেলে,
চির চেনা সুরের উচ্ছ্বাস কে ভুলে ?

রচনাকাল
০৮।০৯।২০১৫
ইউ এ ই