ছলনার খেলা আর খেলবে কত
প্রেম যমুনার তীরে,
ধূসর মন বন্দর আজ
পূর্ণ করো নেষাতুর প্রেম জোয়ারে ।
সেই জোয়ারে খেলবো কত
শত শত সুখ ঢেউ ,
হৃদয় তখন সুখ উছলায়
ভেসে বেড়াবে,
জানবে না তো কেউ ।
বুকের মাঝে গুপ্ত যত
প্রেম নেষা কারুকাজ,
গভীর সুমুদ্রে ডুবিয়ে দিব
স্বপ্নের সীমানার সব সাজ ।
ভুলে যাও সব মান-অভিমান
কালো মেঘের আভা ,
ছুড়ে ফেলো সব প্রদীপ এর তলে,আঁধারে
আর জ্বেলো না অগ্নির লেলিহান লাভা ।
স্বপ্নের রাজপ্রাসাদ সাঁজিয়েছিলাম দু'জনে
ছোট বড় কত বর্ণ মালা দিয়ে,
তবে আজ কেনো,অন্যের মনপ্রাসাদের
বাসিন্দা হলে,চেনা সব বর্ণ এলোমেলো করে ?
রচনাকাল
০৭।০৯।২০১৫
ইউ এ ই