সাহিত্যের বুকে কাব্য খুঁজি, হিম শীতল রাতে,
ভাষার চাঁদর মগজে জড়ায় দুর্বার প্রভাতে ।
কৃপণ মনে ফলে না ফসল শব্দ ছন্দের মেলা,
অজস্র ভাবনায় শিশির ঝরে কপালে, বেলা অবেলা ।

ঘর্ষণে ঘর্ষণে অগ্নি ঝরে দ্বিধান্বিত বুকে ,
ভাবনার বর্ষণে ভেবে মরি কাব্য চেপে মুখে ।
শ্রান্তিহীন রাত্রি ভাষার মহাউৎসবে ভাসি শব্দের আসরে,
বহু সাহিত্য বহু কাব্য রচনার পর্যাসে অচেনা গল্পের বাসরে ।

ভেবে রুগ্ন আজ জলের মত কালি ক্লান্ত কলম খানি ,
শুভ্র কাগজ শুভ্রতার নির্যাস,নতুন,পুরাতন কত কথা মনে আনি ।
অক্ষরে পর অক্ষর সাজালে লাইন গুলো হয় উপন্যাস,কবিতা,
ভাষার পাশা,মনের আশা, ঝিকিমিকি ইতিহাস,হবে ভাবনার সবিতা ।

রচনাকাল
০৬।০৯।২০১৫
ইউ এ ই