আঁকাবাঁকা গিরিপথ ঘুরে
খুঁজেছি সখী কুয়াশায় ঘেরা,
ঐ শুভ্রতর ধব ধবে মেঘের আঙ্গিনায় ,
দেখি কেবল তোমার প্রতিচ্ছবি ,আর
সেথায় ভেসে আছে যেন,বাঁধন ছেঁড়া
হাহাকার এর করুন নির্যাস।
ফিরে এসো ............।
যদি আসতে ফিরে .......।
এই পরিপূর্ণ আবেগের অধীনে, তোমায়
পায়ে-পায়ে বেঁধে,আনপানে বন্দি করতাম
যৌবন এর মোহনায় ।
তপ্ত বিরাণ,গুপ্ত সুখে ভরিয়ে দিতাম
লেলিহ জিহ্ব দিয়ে ,নেশা ভরা
তৃষাতুরা দু'টি আঁখি ।
উর্বর করে দিতাম সুখ চাহিদা ,
দুর হত অচিন কষ্টের আস্তানা ।
এলে না ............
মায়ার নোঙর, বুঝলে না সখী
বক্ষ ভরা এই প্রেম সুমুদ্রে
দূরের নাবিকের যমুনা তুমি
সুখে ভরিয়ে দিবো তোমার মনে ।
রচনাকাল
০৫।০৯।২০১৫
ইউ এ ই