সম্পর্ক .........
এই তো অনুভব
দু'জন দু জনের
নয় তো কাঁচের টুকরা
পড়ে গেলো ভেঙে গেলো ।

সম্পর্ক.................
সম্পর্ক এই তো  নিবিড়তা
দু'জন দু'জনের
নয়তো কাগজ যে
ইচ্ছা হল ছিড়ে ফেলার মত ।

সম্পর্ক.........
এই তো ভালোবাসা
দু'জন দু'জনের
নয় তো পাথরের প্রাচীর যে,
হাতুড়ির আঘাতে ঝরে পড়বে ।

সম্পর্ক.........
এই তো উষ্ণ ছোঁয়া
দু'জন দু'জনের,
নয় তো টাকার মত যে,
হাত বদলে বিনিময় হবে ।

সম্পর্ক.......
এই তো লোভ ভালোবাসার,
দু'জন দু'জনের,
নয় তো বিদ্রোহীতা
লোভের আশায় মনে,লালসার বাসা বাঁধা ।

সম্পর্ক......
এই তো এক আত্না
নয় তো অবিশ্বাস,
চিৎকার করে শুনাতে হবে,
এই তো মনে মনের ভাষা বুঝা,
এই তো অনুভব,  নিবিড়তা ভালোবাসার,
উষ্ণ ছোঁয়া, বুঝার ক্ষমতা আর গভীরতা।


রচনাকাল
০৪।০৯।২০১৫
ইউ এ ই