ভেঙেছ দু' আঁখির সোনালী চেতন, সখী
জীবন পারাবারে,মায়াবী নেশাতুর অসীম
মৌন আবেগ ,আজ হাহাকারে কেঁদে মরে ।
পরাগ জড়ানো কলি ফুল যেমন ,এঁকেছে
স্বপ্নের সিঁড়ির,পর সিঁড়ি ,তুষারের বিন্দু
জলের ন্যায় ভাসিয়ে ধেয়ে গেছ সখী
অঙ্গে ভরা পরশ পশম গুলি ।
তনু ভরি' যৌবন গঙ্গায় ভেসে ছিলে অবিরাম
নায়েব মাঝি হয়ে , কিঞ্চিত প্রেমসুধা অন্বেষনে
অন্য দরিয়ায় ,মেঘালয় করে গেলে তব মনে ।
ধূসরের ঊষরে ছুড়ে গেলে য্ত,স্বপ্ন আলপনা
হৃত্ পিণ্ডটা ছিঁড়ে, বিগড়ে, দিয়ে ,
নিভিয়ে ,নিথর করে গেলে সব জল্পনা কল্পনা ।
উল্কার প্রেমস্রোতে ভাসিয়ে তুমি,সাঁজিয়ে ছিলে কত স্বপ্ন
তবে আজ কেন অকস্মৎ অচেনা খেয়ায় মন ভিড়িয়ে,
নিঃশেষ করে দিলে,চেনা ভালোবাসায় কাবু সব রত্ন ।
রচনাকাল
০১।০৯।২০১৫
ইউ এ ই