আমি তোমাকে খুঁজি সিক্ত আঁখিনীরের,বিশাল সুমুদ্রে,
সেথায় তুমি স্রোত,উত্তাল তোমার আচরন,স্বপ্নের মানচিত্রে।
আমি তোমার অস্তিত্ব অনুভব করি,বাতাসের গন্ধে,নীলাকাশে,
সেথায় তুমি তুফান,ঝড়ো বেগ অবিরাম,মনে আঁকা চিত্রের তুলিতে।
আমার তোমার পরশ পাই,দূর থেকে দাঁড়িয়ে এক নজরে দেখাতে,
সেথায় তোমার তীব্র চাউনি,অবহেলার বাসর,চিরবিরহী চিত্তে।
আমি তোমায় খুঁজি,পূর্ণিমার রাতে,শত তারার মেলায়,চন্দ্রালোকে,
সেথায় তোমার অস্পষ্ট লীলা খেলার ছলে,মলিন দীপ জ্বলে অন্তরে।
আমি তোমায় খুঁজি,মর্মরিল রোমাঞ্চিতকায়,দারুণ হিয়াতলে,
সেথায় তোমার ছলনামূর্তি হাসি,চমকালো মন,কাঁদলো আঁখি স্রোতে ভেসে।
আমি তোমায় চাই,জীব্ন গৃহের মাঝে,শয়নশিয়রে নিরন্তর,
সেথায় তুমি করো না অবহেলা,শীতল কর মনে স্বপ্ন সাজাও প্রিয়ন্তর।।
রচনাকাল
৩০।০৮।২০১৫
ইউ এ ই