হরেকৃষ্ণ মহামন্ত্র প্রভুর আবির্ভাব,
ভক্তরা নৃত্যে দোলে কীর্তনের ভাব।
ঝুলন যাত্রা মহোৎসবে কৃষ্ণ প্রেমের ঢল,
শ্রীচৈতন্য মহাপ্রভুর পরমেশ্বরের পদতল।
জগত জুড়ে বিশুদ্ধ প্রেমের ভগবৎ গীতা পাঠ,
ভগবান শ্রী কৃষ্ণকে সন্তুষ্ট করার চলছে প্রণিপাত।
রাধাগোবিন্দের সেবার সুযোগ পাইনা সকল জন,
যে বুঝেছে সে মজেছে,সতেজ সুন্দর সুশ্রী মন।
হরেক বেশে আসেন তিনি রূপের সেকি বাহার,
নৌকা সাজিয়ে পাল তুলে দেন, শতনামে নীহার।
ভক্তেরা সব দলে দলে, ছুটছে মন্দিরের পানে,
আজি ঝুলন যাত্রার শুভক্ষণে হরির নাম বাজছে কানে।
রচনাকাল
২৭।০৮।২০১৫
ইউ এ ই