ছাদে দাঁড়িয়েছি,অস্তচাঁদ,ক্লান্ত শেষপ্রহরের শশী
চারিদিকে  আবছা আলোয় দারুণ লাগছে,
মন টা বিষণ্ণ বটে,ঘুম আসছিলো না,লক্ষ্য করলাম
জোছনাফুল গুলো চুপে চুপে কেমন ঝরে পড়ে যাচ্ছে ,
রাত্রি তার রূপ যেন  হারাতে বসেছে,কুমারীর যৌবন এর মত।
কুহরিয়া গাইছে চাঁদিনীর গান,অদূরে শিয়ালের হুক্কা হুয়া ডাক
ভেসে আসছে,কালো নিঝুম রাতের প্রাণের পড়শির স্পন্দন ।
কৃষ্ণাতিথি আজ,সখী পাশে নেই,ষোড়শীর যৌবন যেন বড্ড উন্মাদ,
রাতের নির্জনে মনের প্রান্তরে,উদাস বাউলের ঝঙ্কারে,
গান বাজে,সারেঙের সুরের দোলায়।
বিরহী অধর শুকিয়ে কাঠ,নির্মম অস্তচাঁদের আঙ্গিনায়,
তীক্ষ্ণ ঝড়ের মত,বর্বর চুম্বন আজ ভীরু কপোতীর ডানা,
নির্বান প্রায় এই মাধবি রাত,সে যে অপেক্ষার রাত আর কতোকাল ?  


রচনাকাল
২৬।০৮।২০১৫
ইউ এ ই