পৌষের বিছানায়,স্পর্শ করে,ঠান্ডা ঠান্ডায় মন আকুল,
উষার আলোয়,শ্রাবণের বৃষ্টিধারা মন করে ব্যাকুল।
চঞ্চল মন,ছুটে চলে ক্ষণ,নিবিড়তায় অঙ্গের বাঁধন,
উদাসীন চিত্তে করে উচাটন,সখিনতায় সঙ্গীর সাধন।
অগোছালো পাটি,বিকীর্ণ আঁখি নিশি জাগা ফুলের সুবাস,
অন্তর ছুটে,বন্দর ছেড়ে,নোঙর ফেলে তোমার মনের নিবাস।
ক্ষণে ক্ষণে সংকেতে কল্পলোকে,প্রাণ বাঁধা চেতনায়,
লাজবাঁধ মন মৃদু হাসে সরমে প্রেমবরিষার মোহনায়।
মিটে না সাধ হরষের ফালি,স্বপ্ন আঁকে নিরবধি,
আঁখি তে সাজাই সুখের মানচিত্র,অবুঝ মনের ব্যাধি।
স্বপ্নের ফুলে মালা সাজাই,পৌষের পড়ন্ত রোদ্দুরে,
সূর্যের কুয়াশা ঘিরে ধরে প্রাণে,মিলনে মনের সুমধুরে।
রচনাকাল
২৪।০৮।২০১৫
ইউ এ ই