আন্নেরা হুইনছেন গো আন্নেরা  হুইনছেন্নি
হেতা গো মাইয়া এইবার এইস এস সি হাস  গইরজ্জে
   মাইয়ায়ডার মনের মধ্যে যে স্বপ্ন আছিলো
         তা আজ হুরন হইছে।
গেরামের  হোলা রমিজ্জা হত্তিদিন তারে
দুরেরত্তুন চাইতো আর চাইতো,কিয়েল্লাইয় চাইতো
      হেতে কোনদিন  কইতো না,
       বন্ধুগো  কইয়া বেড়াইতো হেতীরে নাকি
         হেতে বিয়া গইরবো।।
খবর টা হেতাগো মাইয়ার কানে হঁছি যাইতে
মাইয়া কাঁন্দিয়া কান্দিয়া বালিশ  চুবাইলো।
   রমিজ্জার বহুত টেকা।
নেতা ফেতার সাথে  উডে বইয়ে
হেতার কথায় হেতারা ও  নাচে।
মাইয়াটা  কলেইজে যাইব
স্বপ্ন রোপণ  কইরবো,
কিন্তু রমিজ্জার উৎপাতে  ডুবিয়া গেল।
এক দিন মাইয়ারে তুইল্লা লইয়া  গেল
    হাসের জঙ্গলে  আহারে  
রক্তে রক্তে ভাইসা গেলো সোনার শরীর ডা
স্বপ্নেরা আজ মরি গেলো
রমিজ্জার গো মতন উল্লুকদের কারণে
কবে যে মানুষ মানুষ  হবে ।


রচনাকাল
২২।০৮।২০১৫
ইউ এ ইউ