লাজময়ী লাজুক মেয়ে লাজেবাঁধা,
প্রেমবরিষার পটে
শুধু হরষের হাসি ফুটে মুখপানে,
মন সাগরের তটে।

এলোকেশী কালো চুলে সুগন্ধ ছড়ায়
প্রেমের অমৃতস্নানে,
বসন্তের উন্মাদনা,ধরলো হিয়াতলে
উচ্ছ্বাস সতেজ প্রাণে ।

হৃদয়ভূমি ভরলো আজ মন আঙ্গিনায়
ফুলপল্লবের ভারে,
সুখের কল্পনায় রঙিন মেঘে দোলা দিয়ে যায়
প্রেমের মর্ম গভীরতম সারে ।


রচনাকাল
১৫।০৮।২০১৫
ইউ এ ই