ফাগুনের বানে ভাসছে ভেলা উজান ভাটির পড়ন্ত বেলা
ফুল কলিতে ভ্রমরের খেলা কুসুম কাননে ফুলের মেলা,
বাঁধা খোপায় ফুলের ডালা সতেজ প্রাণের পরশ পালা,
নিঘুমরাতে,বাঁশীর সুর উতলা কুমুদী মেলছে শতদল,দেলা
নূপুরপরা কন্যার,রূপের ঝলা ঝুমুর নাচের পেখম তোলা
নবীন ফাগুনের, সাহিত্য কলা কবিতার প্রাণ কাব্যের তালা
ভাঁটফুল ঘুঙুরের অশ্রু রোলা বট-তমালের নীলভো নেলা
ঘুমন্ত ডুমুরে গাছে চম্পামেলা যুগল মিলনের সুখ শেওলা
বাংলার অপরূপ রূপের ছলা মধুরম ক্ষণের নীলের নীলা।
মাস ফাল্গুনের রূপের তিলক
কণ্যার পড়া সোনার নোলক
গ্রাম বাংলায় চোখের পলক
এই সোনার বাংলায় ফাগুনের রূপের ঝলক।
রচনাকাল
৯.০৮.২০১৫
ইউ এ ই