মহা উৎপাত রাস্তায় ফুটপাথ্
রাজনীতির নোংরা সংঘাত ,
চৌদ্দ দল বলে,করেছে বাজিমাত
আঠারো দল বলে, বালায় সাত
চলছে সন্ত্রাসের উৎপাত ।

কাজের বেলা ঠন্‌ঠন্
হাড়ে করে টন্‌টন্ ,
মাথা ধরে ঝন ঝন ,
রাজনীতির খর আলাপন,
আঠারো দলের এই বয়ান
কেবল চলে সর্ব ক্ষণ ।

তেঁতুল এর টক খেতে নাকি ঢক  
দুই নেত্রী মুখে জোকস ,
হাসে ফোঁক ফোঁক,
জনগনের জীবন ভয়ে শক ,
কোন দল জনগণ এর সেবক ?  

রচনাকাল
২৭।০৭।২০১৩
ইউ এ ই