(১)
তোমার বাঁকা চোখ আমায়  গিলেছে,
মনের কোণে  নির্মিত শত আশা,
পুষে রেখেছি অতি যতন করে
প্রিয়ে তুমি আমার মনের ভরসা ।

(২)

তুমি আসবে ঘরে,আলো ধরে,
করবে আমার ঘর রঙিন,
আদর করো সোহাগিনী
তুমি আমার জীবন চলার সঙ্গি।




রচনাকাল
৪।০৮।২০১৫