ঈদের দিনে চলছে সবে
ঈদগায়ের ঐ ময়দানে,
নতুন জামা নতুন কাপড়
আল্লাহ্‌র সন্ধানে।


ত্রিশ দিনের সিয়াম সাধনে
দিনগুলো অমুল্য রতন,
কোরআন পাঠে সরস ত্বরণ  
মন পবিত্রের উপকরণ ।


আজ ছুটছে সবায় দলে দলে
আল্লাহ্‌র নাম স্নরনে,
সাদা টুপি আর পাঞ্জাবিতে
শাঁওল মাসের  গড়নে।


পাক পবিত্র মনের ঘরে
কোরআন পাঠের আলোতে,
ফরিহাদ জানায় জায়নামাজে
ঈদগায়ের ঐ মাঠেতে।


রচনাকাল
১৭।০৭।২০১৫
ইউ এ ই