আমি তো আমাকে-ই চিনি না ......
তোমার মাঝে আমার আমিত্ত্ব কে খুঁজি,
প্রতিক্ষণে তোমার আড়াল উজ্জ্বল উপস্থিতি মন সীমান্তে ভাসমান,
যথারীতি তুমি আমায় ডাকছো,ভালোবাসছো,
চোখে চোখ রেখে,মনে মন রেখে,বিশ্বাস এর উপর  আস্থা রেখে
নিখুঁত প্রেমের স্বচ্ছ আবরণে সাম্রাজ্য গড়ে তুলছো সুস্পষ্ট প্রতিচ্ছবিতে।


আমি তো আমাকে-ই হারিয়েছি ......
তোমার মাঝে আমি আমার  নিজে কে খুঁজি,
মনে তরঙ্গিত স্বপ্ন,স্নিগ্ধ শিশির ভেজা পরশ,
উর্বর তোমার মন বন্দরে,
সূর্যদীপ্তি তীব্র ভালোবাসার শৃঙ্খলে পিষ্ট,
অঙ্কুরিত মন অরণ্যের বিশাল চেতনায়।


আমি তে তুমি -তুমি তে আমি
          দু'জন-দু'জনার।
মিলে মিশে একাকার মাঝ নিশীথে
বক্ষ কেবল খা খা!! উত্তেজনা টলমল  ঘর্মাক্ত  শরীর,
ভাসিয়ে দিব অধর ঘেঁসে স্রোতের  বানে
এক টান টান উত্তেজিত সুখ ।


রচনাকাল
১২।০৭।২০১৫
ইউ এ ই