আঁখিপাতে আজ মহাসেন প্লাবন,
ধূম্রগর্ভ বিস্তৃত পাঁজরে
মন মরুভূর তপ্তশ্বাস মাখা
ধূসর মন মাঠ, ভেঙেছ আজ আঁধারে।
শিরার ,শিরায় প্রবাহমান ছিলে
রক্ততটে ,আসিলে একাকী
মন বন্দরের অথৈই সৈকতে,
নোঙ্গর ফেলে,দিয়ে গেলে আমায় ফাঁকি ।
কষ্টের আঘাতে পাঁজর ভেঙেছ ,
বানালে পিঞ্জরহারা পাখি,
তবু সখা ফিরে আসোনি মন গ্রহে ,
কি করে তোমায় ডাকি।
মন গৃহপ্রাঙ্গণ আজ একাকীত্ত্বে উদাস,
তোমার শুন্যতায়,
সারি সারি কষ্ট,নিদারুণ ছলনায়,
ঠেলে দিয়ে গেলে মৌনতায় ।
মন সীমান্তে মন ভিড়িয়ে,এসে ছিলে সখা,
কোন এক চন্দ্রিমায়,
উষার আলো ঝিকিমিকির আগেই,
নিভিয়ে দিয়ে, চলে গেলে অজানায়।
উজানী নদীর ঢেউর মত আঁকড়ে
রেখেছিলাম যতন করে ,অথচ
বান ভাসা স্রোতের ন্যায় ভাসিয়ে দিয়ে গেলে
সখা অচেনা ক্ষিপ্ত ঢেউ এর তরে ।
রচনাকাল
০৭।০৭।০২০১৫
ইউ এ ই