স্বপ্ন ভেঙে  জেগে উঠি তোমার পরশ পেয়ে
কিরণের তাপ  ষ্পষ্ট নয় আবছা অন্ধকার আসে ফিকে।
রাত্রিশেষে পাখির কলরবে নিদ্রা গেলো টুটে
দুরন্ত মনে বিয়োগান্তক ক্ষণ নিরাশা কেবল ছুটে ।


মন কাননে ফুটেছে গোলাপ স্বপ্নের কুসমকলি,
ললাটে হাত রেখে চুম্বন এঁকেছ,মুখে মুখরিত স্বপ্নবুলি ।  
অবিশ্রান্ত মন,মানে না বাঁধন, বাঁজায় বাঁশি ছন্দে,
পাঞ্চজন্যধ্বনি আসে মন মুকুলে,ঘুম ভাঙে প্রেমানন্দে।


চৌদিকে তোমার ছায়া খুঁজি মাদুর বিছানো খাটে
শুন্যতা কেবল করছে পরিহাস,আমার হৃদয় মাঠে ।
তীব্র পরশ করেছে গ্রাস,স্বপ্নের আঙিনায়,
কেন ভোর হল!! ভালোই তো ছিলাম মধুমাখা জোছনায় !!


রচনাকাল
২৮।০৬।২০১৫