ঝিকিমিকি মুখ,মিট্মিটি চোখ,মনে উজ্জ্বল তারা,
নাদুস নুদুস লালাভো গালে,বইছে সুখের ধারা।
হাসি তোমার কদম ফুলের,বড়ই যে মনকাড়া,
ছোট পায়ে হেঁটে বেড়াও, তুলতুলে পায়ের পাঁড়া।
গাল ভরা হাসি বড় উদাসী,মনটা পাগল পাড়া,
কোলে উঠে বসো তাঁদের, নিতে চাই যে যাঁরা ।
আহ্লাদের ধন মানিক রতন,সুখের স্রোতে ভরা,
আজ তোমার জন্মদিনে,প্রবাসী বাবার মনে খরা।
বাবা আমি আজ অনেক দূরে,আশীর্বাদ করি সারা,
আলোর প্রদীপ জ্বালিয়ে দিও, অনন্ত তরণী ধরা।
দীর্ঘায়ু কামনা করি ,উজ্জ্বল রবির আলোয় পড়া,
সেই আলো ছিটিয়ে দাও, করো বিশ্ব মাতোয়ারা।
রচনাকাল
২২।০৬।২০১৫
ইউ এ ই
বিঃদ্রঃ আজ আমাদের অর্ঘ্য সোনার প্রথম "শুভ জন্মদিন" অনুগ্রহ করে তার জন্য আশীর্বাদ করবেন।