মুমূর্ষু মন নীলিমায় তোমার আগমনে জ্বালি উজ্জ্বল দীপশিখা,
ঝিল্মিল করে প্রাণের স্পন্দন,শিরার কোষে প্রাপ্ত স্পর্শে মাখা।
রক্ততটে বহে স্রোতের ঢেউ,নিশীথের নীল আকাশ,
উত্তাল সৈকত এর মায়াবী জোয়ার,স্বপ্নের সহবাস ।
গভীর শিহরণে কেঁপে উঠে অধর,মুহূর্তেই রোমহর্ষে
এ যে প্রেম,শুধু প্রেম,স্বপ্ন নিয়ে বাঁচি তোমার স্পর্শে ।
আঁধার রাত্রি নীল শিখার সন্ধানে,বিচিত্র রূপের বাতি
প্রেম ধুলা মাখি,গায় নক্ষত্রের গান,সঙ্গে তুমি জীবন সাথী।
সবুজ অন্ধকার, রূপের গন্ধ ছড়ায়,নীল শিখার সন্ধানে,
তুমি আসবে,এলে বলে,যুগল বন্দির বন্ধনে ।
রচনাকাল
২০।০৬।২০১৫
ইউ এ ই