কালো মেঘে ঈশান কোণে
বালিকার,কালো হরিণ-চোখ,
যতই কালো ততই ভালো,
শ্যামা মেয়ের,শ্রাবণ-রজনীর মুখ।

আকাশ পানে ধেয়ে বেড়ায়,
মেঘের স্রোতে,শুভ্র ধবল বক,
সমীরণ বহে মনের আমেজে,
বালিকার সুরমামাখা আঁখির সুখ।

মাধুরী ছড়ায় মধুর গন্ধে ভূষণ
নিবিড় গভীর স্নিগ্ধতায়,
প্রদীপ্ত বাসনার আবরণ আঁকে আঁচলে,
রোমহর্ষে কাঁপা কাঁপা সুখের উষ্ণতায়।

রচনাকাল
১৯।০৬।২০১৫
ইউ এ ই