আহত মনের,আহত আকাশ, সুনীল জলধি
নৃত্য-গীত দুরন্ত দুর্নিবার-প্রাণ কেঁদে উঠে বারংবার,
অশ্রু-উৎসবের ফাঁদে চক্ষু জল যেন বান ডেকেছে
বক্ষ সমুদ্রের যৌবন-গর্জনে,তুমি নেই বলে ।

মনের নীল আকাশে মেঘেরা শুন্য,ঘরছাড়া
টগ্‌বগ্ করে দুরন্ত, ঝাঁঝালো শৃঙ্খলিত মন
অনুবাদের নীল বাতায়নে,
এক নজরের মণিদীপ হাসি ফেলে রাখা নোঙর
রাঙা মুখ তুলি! কি করে আমি ভুলি।

সাধের জানালায় ল্যহারা দামিনী-বৈশাখী
মন দিগন্তের বিপ্লবী-গর্জন অবচেতন
আজ আঁখি অশ্রু-কুহেলিকা ,
তপ্ত বিরাণ আমার কাঁদে থরথর,
মৃত্তিকায় প্রমোদ-মন্দিরে  ।

রচনাকাল
১৭।০৫।২০১৫
ইউ এ ই