বিষ্ফোরিত মন সীমান্তে,
       গতিরুদ্ধ রায়ু আজ,
আসবে তুমি দৃপ্তকণ্ঠে ডাকবে আমায়,
ধৈর্যের বাঁধন আর মানে না লাজ।

উত্তেজিত স্নায়ু আজ আশার বাণী
               পোষে,মনের সীমানায়,
আবিশ্ব জিজ্ঞাসা মুখে ছড়ায়,
           রঙিন স্বপ্নের খোঁজে,জীবন মোহনায়।

যন্ত্রণায় রুদ্ধবাক,কবে আসবে
                কাঙ্খিত সেই  ক্ষণ,
সাগরের বুকে আজ উতাল পাতাল ঢেউ,
                   উচাটন এই মন ।

উচ্চারণহীন বিধ্বস্ত বাকশক্তি,
                   সখা তোমার  তরে,
উত্তেজিত সকল স্বপ্ন ঘিরে রাখে
          সদা কেবল তোমায় মনে পড়ে।


রচনাকাল
১৫।০৬।২০১৫
ইউ এ ই